
নিজস্ব প্রতিবেদক
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ঘোষণা করেছেন, চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা গ্রামে ১৯১৮ সালে প্রতিষ্ঠিত প্রাচীন বিদ্যাপীঠ যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী তার বক্তৃতায় জনগণকে যারা বাংলাদেশে বিশ্বাস করে না, এর জনগণকে শোষণ করে বা তাদের হত্যা করার জন্য আগুন সন্ত্রাস ব্যবহার করে তাদের প্রত্যাখ্যান করার আহ্বান জানান। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এবাদুল করিম বুলবুলের পক্ষে ভোট চান এবং শতবর্ষী যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।