পৃথিবীর শ্রেষ্ঠ অস্ত্র পুতিনের হাতে, পশ্চিমাদের হাতে-পায়ে কাঁপন ধোরালো রাশিয়া

আবারো আলোচনায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র কিনঝাল হাইপারসনিক মিসাইল। এটিকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে ভয়াবহ এবং কার্যকর অস্ত্র শব্দের চেয়েও কয়েকগুণ বেশি গতি নিয়ন্ত্রণে সুবিধা এবং রাডার ফাঁকি দেয়ার সক্ষমতা নিয়ে কিনঝাল পরিণত হয়েছে মোক্ষম ক্ষেপণাস্ত্র।২০১৮ সালের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাষ্ট্রীয় ভাষণে কয়েকটি নতুন ধারার অস্ত্র এর সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন বিশ্বকে। তার মধ্যে অন্যতম কিনঝাল সেদিন থেকে আলোচনায় বিশ্বের প্রথম হাইপারসনিক মিসাইল কিনঝাল পরিণত হয় পশ্চিমাদের মাথাব্যথার কারণ হিসেবে।দ্রুত গতি নিয়ন্ত্রণ এর সুবিধা এবং রাডার ফাঁকি দেয়ার ক্ষমতার জন্যই অজেয় কিনজাল। রুশ প্রেসিডেন্ট একে আখ্যা দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ অস্ত্র হিসেবে। শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুত গতিতে ছুটে যেতে পারে যুদ্ধবিমান জাহাজ কিংবা ভূমি থেকে ছোড়া যায় কিনঝালকে। পরিচালনা করা যায় বিমানের মত, ফাঁকি দিতে পারে বিশ্বের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে। এই ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ গতি ঘণ্টায় সাড়ে ১২ হাজার কিলোমিটার দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে নির্ভুল ভাবে আঘাত হানতে পারে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে। ২৬ ফুট লম্বা এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ওজন প্রায় ৪ হাজার তিনশ কেজি পরমাণু অস্ত্র বহনে সক্ষম কিনঝাল। বৃহস্পতিবার আবারো আঘাত হানে এখন পর্যন্ত দুবার এই অস্ত্রের ব্যবহার করেছে রাশিয়া যার ভয়াবহ পরিণতি দেখেছে ইউক্রেন এখন পর্যন্ত যতগুলো হামলা চালিয়েছে রাশিয়ার মধ্যে এটাই সবচেয়ে বড়।অন্তত ৬ টি কিনঝাল ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে কিয়েভে কিন্তু কোনটাই আমরা ভূপাতিত করতে পারিনি। যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডারে রয়েছে হাইপারসনিক মিসাইল এর পাশাপাশি আরও পাঁচটি দেশ হাইপারসনিক মিসাইল সিস্টেম রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *