“প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের সম্রাট নারুহিতোর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন”

নিজস্ব প্রতিবেদক

২৬ এপ্রিল বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে টোকিওর ইম্পেরিয়াল প্যালেসে যান। তাদের বৈঠকে দুই নেতা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং পারস্পরিক দক্ষতা বিনিময়ে নিযুক্ত হন।

আগের দিন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আকাসাকা প্রাসাদে সৌজন্য সাক্ষাৎ করেন, যেখানে তিনি তার সফরকালে অবস্থান করছেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার জন্য জাপান-বাংলাদেশ কমিটির (জেবিসিসিইসি) চেয়ারম্যান ফুমাইয়া কোকুবু; তানাকা আকিহিকো, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর প্রেসিডেন্ট; ইশিগুরো নোরিহিকো, জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) এর চেয়ারম্যান এবং সিইও; এবং তারো আসো, জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের (জেবিপিএফএল) সভাপতি।

পরে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে। বৈঠকের পর, দুই দেশ তাদের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সাথে বেশ কয়েকটি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে।

সবশেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আয়োজিত নৈশভোজে অংশ নেবেন।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণ পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপাক্ষিক সফরে মঙ্গলবার টোকিও পৌঁছেছেন।