
নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল কুষ্টিয়া জেলার কুমারখালী থানার মধুপুর কলেজিয়েট স্কুলে। তবু ও চুরি হয়ে গেল ১৭ টি ল্যাপটপ একটি ডেস্কটপ একটি প্রিন্টার ও দুটি স্ক্যানার সহ মূল্যবান জিনিসপত্র। গত শুক্রবার রাতে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে মধুপুর কলেজিয়েট স্কুলে। দুইজন পাহারাদার থাকা সত্ত্বেও এই ছুটির ঘটনা ঘটে যা এলাকাবাসীর মনে বিদ্রুপ ধারণার তৈরি হচ্ছে।
গতকাল শনিবার এ বিষয়ে কুমারখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রায় দুই বছর আগে স্থাপন করা সিসিটিভি ক্যামেরাও অকেজো আর চলতি বছরের এপ্রিল মাসে মারা যায় কলেজের নৈশ প্রহরী। কলেজের প্রধান ভবনের দ্বিতীয় তলায় স্থাপন করা ছিল শেখ রাসেল ডিজিটাল ল্যাব।
কিছুদিন আগে থেকে দুজন নৈশ প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন অফিস সহকারী আনোয়ার হোসেন এবং দিনের নৈশ প্রহরী জহুরুল ইসলাম । প্রিন্সিপালের কক্ষে তারা আনুমানিক রাত বারোটার দিকে ঘুমিয়ে পড়লে এই চুরির ঘটনা ঘটে। পরের দিন সকাল দশটার দিকে টের পায় যে ল্যাব থেকে ল্যাপটপ ,ডেস্কটপ, প্রিন্টার ও স্কিনার মেশিন সহ আরো মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যায়।
পাহারায় থাকা দুজনকে জিজ্ঞেস করলে তারা বলে রাত বারোটার দিকে চতুর্দিকে ভালোভাবে দেখে ঘুমিয়ে পড়ি সকালে ঘুম থেকে উঠে বাড়ি চলে যাই এবং দশটার দিকে শুনতে পাই যে স্কুলের ল্যাবে চুরি হয়েছে এর বেশি কিছু আমরা জানি না।
মধুপুর কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল আব্দুল লতিফ বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে তালা কেটে চুরি হয়েছে থানায় অভিযোগ দিয়েছি।
কুমারখালী থানার ওসি মোহসীন হোসাইন বলেন ওই কলেজের ল্যাবে চুরির অভিযোগ পেয়েছি । তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
