

নিজস্ব প্রতিবেদকঃ
গণপূর্ত অধিদপ্তরের মাদারীপুর বিভাগ নির্মাণ করেছে সমন্বিত সরকারি অফিস ভবন প্রকল্প । এক ভবনে জেলার সকল সরকারি দপ্তর। মাদারীপুরের সংসদ সদস্য শাহজাহান খানের আগ্রহে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মাদারীপুর জেলায়,শকুনি লেকের পাড়ে নির্মিত হয়েছে দেশের প্রথম সমন্বিত সরকারি অফিস ভবন।
১০ তলা ভবনে ৪০টি দপ্তরের অফিসের স্থান সংকুলান হয়েছে। প্রথম ৪টি ফ্লোরে ২০ হজার করে মোট ৮০ হাজার বর্গফুট আর পরের ৬টি ফ্লোরে ১৬ হাজার করে ৯৬ হাজার বর্গফুট,অর্থাৎ মোট ১৭৬০০০ বর্গফুট অফিস স্পেস আছে এ ভবনে। এর মধ্যে ৩২০০ বর্গফুট মাল্টিপারপাস হল রুম, ক্যান্টিন ও ডে-কেয়ার সেন্টার।
নিচ তলায় ১৩টি ও বেজমেন্টে ৪২টি সহ মোট ৫৫ টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। ৪টি লিফট, ৪০০ কেভিএ জেনারেটর, ১২৫০ কেভিএ সাব স্টেশন, ৩৫ কিলোওয়াট সোলার প্যানেল, সিসি টিভি,পিএ সিস্টেম, ফায়ার হাইড্রেন্ট, ফায়ার প্রটেকশন ও ডিটেকশন সিস্টেম, রেইন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেম স্থাপন ও সবুজায়ন করা হয়েছে গণপূর্ত সূত্রে জানা যায়।
১০০০ জন ব্যবহারকারীর জন্য সিউয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয়েছে। ফলে মানব-বর্জ্য পরিশোধিত হয়ে নর্দমায় যাবে। প্রতি তলায় পাবলিক টয়লেট ছাড়াও প্রতিবন্ধী ও শারীরিক ভাবে অক্ষমদের জন্য হুইলচেয়ার এক্সেসিবল টয়লেট রয়েছে।
এ প্রকল্প বাস্তবায়নের ফলে একই ভবনে সকল সরকারি কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে কোন ধরনের ঝক্কি ঝামেলা ছাড়াই। পৃথক ভবন তৈরির প্রয়োজন না হওয়ায় সরকারি জমি ও অর্থ সাশ্রয় হয়েছে।
গণপূর্ত অধিদফতর এ মডেল ছড়িয়ে দিবে বাংলাদেশের প্রতিটি জেলায়। এভাবেই বাস্তব হবে দিন বদলের স্বপ্ন। ২০২১ সালের আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্পটি উদ্বোধন করেন। গণপূর্ত অধিদফতরের নির্মাণ ইতিহাসে এ প্রকল্প একটি মাইলফলক হয়ে থাকবে।