
নিজস্ব প্রতিবেদক:
সংগঠনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা খ ম আমীর আলী, ভাইস চেয়ারম্যান রুহুল আমিন মজুমদার ও বিচ্চু জালাল সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন । সংবাদ সম্মেলনে বলা হয়, ১৯৭২ সাল থেকে মুক্তিযোদ্ধাদের পরিচালনার দায়িত্বে ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়। ২০০০ সাল পর্যন্ত এই মন্ত্রণালয়ের অধীনই ছিল। তখন কোনো অনিয়ম পরিলক্ষিত হয়নি। এরপর গঠিত হয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা। তখন থেকেই যতসব অনিয়ম শুরু হয়েছে।
ভুয়া মুক্তিযোদ্ধা তালিকায় অর্ন্তভুক্তকরণ, ব্যাপক অনিয়ম ও দুর্নীতি, কোটি কোটি টাকার অনিয়ম, প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের অবহেলা, মুক্তিযোদ্ধাদের যাচাই-বাচাই করার নামে অনিয়ম ও টাকা হাতিয়ে নেয়াসহ নানা অনিয়ম চলে আসছে বিগত প্রায় এক দশক ধরে। এসব অনিয়ম বন্ধ করার জন্য বারবার মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে দবি জানানো হলেও তাতে কোন কর্ণপাত করেনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।